যুক্তরাষ্ট্রে নতুন করে আরও দেড় হাজার মৃত্যু, নতুন ভুক্তভোগী অর্ধ লক্ষ
Tweet
করোনার সবচেয়ে ভয়াবহতার শিকার মার্কিন যুক্তরাষ্ট্রে এবার একদিনেই দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। অবস্থার উন্নতি নেই সংক্রমণেও। ফলে আগের ন্যায় আরও অর্ধ লক্ষ করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৪ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৬৭ হাজার ৭৪৯ জনে ঠেকেছে। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৫১৯ জনের দেহে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ লাখ ৫ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে।
তবে ট্রাম্পের দেশে বেড়েছে সুস্থতার হার। এখন পর্যন্ত আক্রান্তদের অর্ধেক রোগী স্বাভাবিক অবস্থায় ফিরেছেন। যার সংখ্যা ২৭ লাখ ৫৫ হাজারের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫ হাজার ভুক্তভোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৫ লাখ ৮৫ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৫০ জনের।
ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ৫ লাখ ৪৩ হাজারের কাছাকাছি। ইতোমধ্যে সেখানে ৮ হাজার ৫৮৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।
সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ছুঁতে চলেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৯ হাজার ৪ জনের।
প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৫২ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ৩২ হাজার ৮৫৭ জনের মৃত্যু হয়েছে।
জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ২২ হাজারে পেরিয়েছে। মৃত্যু হয়েছে সেখানে ৪ হাজার ৩৫১ জন মানুষের।
নিউ জার্সিতে করোনার শিকার প্রায় ১ লাখ ৯১ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৯৬৬ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।
আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখের কোটায় অ্যারিজোনায়। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১৯৯ জন।
এছাড়া, ইলিনয়েস, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
৫ thoughts on “যুক্তরাষ্ট্রে নতুন করে আরও দেড় হাজার মৃত্যু, নতুন ভুক্তভোগী অর্ধ লক্ষ”
Leave a Reply
You must be logged in to post a comment.
Like!! Great article post.Really thank you! Really Cool.
I really like and appreciate your blog post.
I really like and appreciate your blog post.
Good one! Interesting article over here. It’s pretty worth enough for me.
I love looking through a post that can make people think. Also, many thanks for permitting me to comment!