ডেমরায় ডিএনডি খালে কিশোরী নিখোঁজ
Tweet
ঢাকার ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে এক কিশোরী গোসল করতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বুধবার সন্ধ্যা ৭টা থেকে ওই কিশোরীকে খুঁজছে। তবে রাত ১১টা পর্যন্ত তার সন্ধান পায়নি। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকাশী নামে ১৩ বছর বয়সী কিশোরী দুপুরে ডুবে যায়।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, আকাশীসহ আরও দুই শিশু দুপুরে ডিএনডি খালে গোসল করতে নামে। দুই শিশু খাল থেকে উঠে এলেও আকাশী উঠে আসেনি। সন্ধ্যায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে এবং এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন। আকাশী সাঁতার জানলেও তার মানসিক সমস্যা ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
হাফিজুর রহমান বলেন, “এখন ফায়ার সার্ভিস খোঁজাখুঁজি করছে। কিশোরীটিকে পাওয়া না গেলে সকালে ডুবুরি নামবে।” রাতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে থাকবে বলে জানান তিনি।