আলুর বাজার স্থিতিশীল হতে আরও ২০ থেকে ২৫ দিন লাগবে’
Tweet
আলুর দাম কমতে আরও বিশ থেকে পঁচিশ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন চেষ্টা করলেও বাজার নিয়ন্ত্রণ করা কষ্টকর বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে একথা জানান কৃষিমন্ত্রী।
দীর্ঘ বন্যায় আমনের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চালের দাম বেড়ে গেলে সীমিত পরিমাণ চাল আমদানী করা হতে পারে বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ‘পর পর কয়েক দফা বন্যায় ক্ষয়ক্ষতির ফলে চাষীরা যাতে অর্থনৈতকি বিপর্যয়ে না পরে তার জন্য কর্মসূচি নেয়া হচ্ছে।’
প্রাকৃতিক দুর্যোগে সবজির দাম বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বাজারে আলুর চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে উল্লেখ করে ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ করার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী।