সেই মেসিতেই রক্ষা আলবেসেলেস্তেদের
Tweet
প্রায় এক বছর পর আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়ানোর সপ্তাহখানেকের মধ্যেই বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মাঠে নেমে পড়ে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভয়ডর কোনো কিছু না নিয়ে খেলা ইকুয়েডর। আর্জেন্টিনা সবশেষ ৮ ম্যাচ ধরে অপারেজয় থেকেই এই ম্যাচ খেলতে নামলো।নিষেধাজ্ঞা কাটিয়ে এবার খেলায় ফিরলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ব্যাপারটা এমন যে এলেন,খেললেন,জয় করলেন। যদিওবা তারসহ পুরা আর্জেন্টিনা দলের মধ্যে খেলায় ঘাটতির ছাপ স্পষ্ট লক্ষ করা গেছে।ম্যাচের ১৩তম মিনিটে সেভিয়ার উইংগার লুকাস অকাম্পসকে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন ইকুয়েডর। সেই পেনাল্টি থেকে জয়সূচক গোল করে প্রথমার্ধে দলকে এগিয়ে নিলেন মেসি। মূলত মেসিকে রাইট উইং রোলে দেখানো হলেও সে খেলেছেন ফ্রি রোলে আর বা প্রান্তে দেখানো লুকাস অকাম্পস খেলেছেন ডান দিকে এসে। ফলে বা প্রান্ত অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছে আর্জেন্টিনার জন্য। মাঝমাঠেও রসায়নের ঘাটতি ছিলো চোখে পড়ার মতন। পারেডেস মূলত পছন্দ করেন খেলা গড়ে দিতে। কাসেমিরো কিংবা বুস্কেটসের মতন আদর্শ রক্ষণাত্মক মিডফিল্ডার তিনি নন। কিনতু বাকি দুইজন মিডফিল্ডার পল আর আকুনা যেহেতু রক্ষণাত্মক দৃষ্টির না ফলে তাকেই ট্যাকল করতে হয়েছে রিয়াল বেটিসে যোগ দেওয়া গিদো রদ্রিগেজ এর যোগ্য সমাধান হতো। তবে তুলনামূল রক্ষণ নিয়ে সন্তুষ্ট থাকতেই পারেন লিওনেল স্কালনী। কুয়ার্তা-মন্তীয়েল যথেষ্ট ভালো করেছে।বামদিকে টাগলিয়াফিকোও ছিলো অপ্রতিরোধ্য। ফলে আরমানিকে কোনো বেগ পেতে হয়নি।কিনতু সম্প্রতি আর্সেনাল থেকে এস্টোন ভিলায় যোগ দেওয়া মার্টিনেজকে কেন রাখা হলো না এনিয়ে প্রশ্ন উঠতেই পারে আর্জেন্টাইন ভক্তদের মাঝে।এবং আটলান্টার হয়ে দুর্দান্ত মৌসুম পার করে বর্তমানেও দুর্দান্ত ফর্মে থাকা আলেকজান্ডার গোমেজকেও কেন এক মিনিটের জন্যেও মাঠে না নামিয়ে সালভিও -আকুনাকে দিয়ে কাজ চালালেন তাও অবাক করার মতন।আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে বুধবার। দেখা যাক এ ম্যাচের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে কিনা স্ক্যালনির শিষ্যরা।
One thought on “সেই মেসিতেই রক্ষা আলবেসেলেস্তেদের”
Leave a Reply
You must be logged in to post a comment.
কাদিসের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ