প্রজন্ম বিক্রমপুর আয়োজিত ইলিশ উৎসব
Tweet
গত শুক্রবার মুন্সীগঞ্জে পদ্মাপাড়ে হয়ে গেল ইলিশ উৎসব। এতে ইলিশ কেনা-বেচার পাশাপাশি বসে বাউল গানের আসর।
ইলিশ উৎসবে মাছ কেনা-বেচার পাশাপাশি চলে গানের আসর। পাশাপাশি এ মেলায় পদ্মার ইলিশের পসরাও বসে। মেলার ৩৪টি স্টলে বিপুল সংখ্যক ইলিশ বেচা-কেনা হয়েছে। এ মেলা জুড়ে ছিল নানা বৈচিত্র্য আর ইলিশের ছড়াছড়ি।
‘নিয়ম মেনে ইলিশ ধরি, সমৃদ্ধির পথে এগিয়ে চলি’ প্রতিপাদ্যে এ উৎসব লৌহজং উপজেলার শিমুলিয়া নদী বন্দর মাঠে শুক্রবার সকালে শুরু হয়। সন্ধ্যায় বসে বাউল গানের আসর, চলে রাত অবদি।
‘ইলিশ মাছের বান ডাইকাছে পদ্মার উজানে’ এমন নানা গানে, বাঁশির সুরে আর বাদ্যের ছন্দে মেতে ওঠে জেলে, আড়ৎদার, ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাসহ দর্শক-স্রোতারা।
পালা শিল্পী শাহ আলম সরকার এবং কাঙ্গাল রশীদসহ কয়েকজন বাউল শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। বাউল-ভাটিয়ালি গানে গ্রাম বাংলার লোকগাথা তুলে ধরেন শিল্পীরা।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জাতীয় সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলার ডিসি মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।
‘প্রজন্ম বিক্রমপুর’ আয়োজিত এ মেলায় ইলিশ খাওয়া, ক্রয়-বিক্রয় ছাড়াও ইলিশ সুরক্ষায় দেওয়া হয় নানা বার্তা।
আয়োজকরা বলছেন, ইলিশ নিয়ে এটাই দেশের প্রথম কোনো উৎসব।