ফুটবল ঈশ্বরের মস্তিষ্কে অস্ত্রোপাচার
Tweet
মেহেদী শতাব্দী
গেল সোমবার (২ নভেম্বর) হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। অসুস্থ অবস্থায় তাকে নেয়া হয় হাসপাতালে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। এর মধ্যেই পালন করেছেন নিজের ৬০তম জন্মদিন।
চিকিৎসার জন্য তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়। লিপোলদো লুকের তত্ত্বাবধানে তার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করার পর তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই দ্রুত অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তারা।
ম্যারাডোনার মস্তিষ্কের বাঁ দিকে রক্ত জমাট বাঁধে। এ কারণে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতেই তার সার্জারি করা হয়। এজন্য লা প্লাতার ইপেন্সা হাসপাতাল থেকে অন্য একটি ক্লিনিকে স্থানান্তর করা হয় ম্যারাডোনাকে।
তার ব্যক্তিগত চিকিৎসক লুক জানিয়েছেন, ‘ম্যারাডোনার অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’
অস্ত্রোপচারের সময় হাসপাতালের সামনে ম্যারাডোনা ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। ম্যারাডোনার ছবি-পোস্টার নিয়ে প্রিয় তারকার সুস্থতার অপেক্ষায় রাত পার করেন তারা।