ঢাকায় আরও তিন ‘ইউ টার্ন’ খুলে দেওয়া হলো

Share on Facebook

রাজধানীতে যানবাহন চলাচলে সবার জন্য  আরও তিনটি ইউ টার্ন উম্মুক্তো করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
গতকাল রোববার তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে, নাবিস্কো-কোহিনূর কেমিকেল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি ইউ টার্ন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

উত্তর সিটি করপোরেশনের আওতায় তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউ টার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউ টার্ন নির্মাণ করা হয়েছে। প্রকল্পের পুরা কাজ শেষ করতে ব্যয় হয়েছে ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।

১১টি ইউ টার্নের মধ্যে এখন পর্যন্ত ছয়টি চালু করা হয়েছে। এর আগে কাওলা, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়ের ইউ টার্ন খুলে দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচের ইউ টার্ন নির্মাণের কাজ চলছে।

প্রকল্পের শুরুতে ১১টি ইউ টার্ন নির্মাণের পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাবের সামনের ইউ টার্ন বাদ দেওয়া হয়।

Leave a Reply