চলো বেরিয়ে পড়ি

Share on Facebook

চলো বেরিয়ে পড়ি
মুস্তাফিজ রহমান

পৃথিবীটা সুন্দর চলো দেখে আসি,
মেঘ, নদী, আকাশ, পাহাড় রাশি রাশি;
সুন্দর দুনিয়ায় আছে কত কিছু,
আম, জাম, কাঁঠাল আর রসে ভরা লিচু।
দূরদেশে না ই গেলে নিজেরটা দেখো,
আসে পাশে কত কিছু চোখ মেলে রাখো;
সাদা বক, কালো কাক, লাল সবুজ টিয়ে
সুন্দরবনে প্রাণী যাও দেখো গিয়ে।
নদীতে নৌকা চলে, থৈ থৈ পানি,
সেই জলে কত প্রাণী আমরা কি তা জানি?
পাহাড়ে ঘিরে আছে সিলেটের ভূমি,
চায়ের বাগান পাবে সেখানেই তুমি;
বান্দরবান যেন রং তুলিতে আঁকা
পথগুলো সোজা নয়, চলে আঁকাবাকা।
সাজেকের সাঁজ যেন মেঘের মায়ায়,
মেঘগুলো সবাইকে ছুঁয়ে দিয়ে যায়।
রাঙামাটি রাঙা নয়, তবে সুন্দরী
দেখে সবে বলে তাই, আহা মরি মরি।
কক্সবাজারে সৈকত সেতো মন কাড়া,
ঢেউগুলো কূলে এসে দিয়ে যাবে নাড়া।
চলো তবে ঘুরে দেখি দেশটাকে আগে,
নিজের দেশটা দেখো কত ভালো লাগে।

Leave a Reply