বাংলাদেশের পর্যটনে তুর্কি বিনিয়োগের আহ্বান
Tweet
বৃহস্পতিবার (৮ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে ‘পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে পর্যটন গন্তব্যের ব্যবস্থাপনা ও গুরুত্ব’ শীর্ষক এক প্যানেল আলোচনায় তিনি এমন আহ্বান জানান। বাংলাদেশ কনস্যুলেট, ইউএনডিপি, তুর্কি ট্রাভেল ক্লাব টুরসাব, ক্যানাল ইকোনমি ও টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্ক (এসডিএসএন) তুর্কি-এর যৌথ উদ্যোগে ও সহযোগিতায় আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে মনিরুল ইসলাম বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা ও এর বিকাশে সরকারের গৃহীত নীতি ও পদক্ষেপের চিত্র তুলে ধরেন।
মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসাল জেনারেল টেকসই পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে, যেমন নবায়নযোগ্য শক্তি, পুনর্ব্যবহারযোগ্য শিল্প এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের অফুরান সুযোগ রয়েছে বলে সকলকে অবহিত করেন।
অনুষ্ঠানে বক্তারা কোভিড পরবর্তী সময়ে পর্যটন খাতটি অতি দ্রুত ঘুরে দাঁড়াবে এবং পূর্বের অবস্থা ও গতিতে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।