বডি ট্রান্সফরমেশন করতে গিয়ে আহত চিত্রনায়ক শুভ
Tweet
‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য বডি ট্রান্সফরমেশন করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। দীর্ঘ নয় মাস পরিশ্রম করে আকর্ষণীয় ফিগার দিয়ে সবাইকে চমকে দেন এ নায়ক। কিন্তু সে সময় ছোট্ট একটি দুর্ঘটনা ঘটেছিলো। পায়ে ব্যাথা পেয়েছিলেন শুভ।
সেই ব্যাথা এখন ভোগাচ্ছে। দাঁড়াতেই পারছেন না শুভ। তিনি জানান, আগামী তিন সপ্তাহ সিনেমার শুটিং তো নয়ই শারীরিক পরিশ্রমের কোনো কাজ করতে পারবেন না তিনি। থাকতে হবে পুরো বিশ্রামে। গতকাল শনিবার (৩১ জুলাই) হাসপাতাল থেকে এমন কথাই জানালেন ‘ঢাকা এটাক’র নায়ক।
শুভ বলেন, ‘এমআরআই করেছি। ফলাফল দেখে চিকিৎসকরা জানিয়েছেন আগামী তিন সপ্তাহ নিয়মিত থেরাপি নিতে হবে আমাকে।এর আগে কিছুই বলা যাবে না।’
দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পরও ঈদের আগে সেই ইনজুরি এমন অবস্থায় গিয়েছিল যে, দাঁড়াতে পারছিলেন না এই চিত্রনায়ক। তারপর গেল ২৪ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে এমআরআই করান তিনি। সে ফলাফল দেখে থেরাপির সিদ্ধান্ত কথা জানিয়েছেন চিকিৎসকেরা।
শুভ জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করা ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।