বাংলাদেশ থেকে শুধুমাত্র ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস এয়ারলাইন্স

Share on Facebook

এমিরেটস এয়ারলাইন্স বাংলাদেশ থেকে শুধুমাত্র ট্রানজিট যাত্রী পরিবহন করবে। দেশে আটকেপড়া প্রবাসীদের আমিরাত ফেরা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত সংবাদের কারণে এ বিভ্রান্তি তৈরি হয়।

মঙ্গলবার খালিজ টাইমস’র অনলাইনে সংবাদ প্রকাশ করে বাংলাদেশ সহ ১১টি দেশের যাত্রীরা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আমিরাত প্রবেশে অনুমতি পেয়েছে। এমন খবরে প্রবাসীদের মাঝে আমিরাত ফিরে যাওয়া নিয়ে আগ্রহ তৈরি হলেও এর কয়েক ঘণ্টা পর আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে বিষয়টি বিস্তারিত বর্ণনা করে।

তারা জানায়, এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ার যাত্রীরা শুধু ট্রানজিট সুবিধা নিতে পারবে।

তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা ও নেপালের আটকেপড়া যাত্রীরা স্বাভাবিক ফ্লাইটে আরব আমিরাত ফিরতে পারবেন। এক্ষেত্রে ভ্রমণে ইচ্ছুক যাত্রীরা ভ্রমণের অন্তত ১৪ দিন আগে টিকার দুই ডোজ গ্রহণ করতে হবে এবং টিকার সনদ সঙ্গে রাখতে হবে।

Leave a Reply