চাল ধোয়া পানি ব্যবহার করলে উজ্জ্বল হবে ত্বক
Tweet
কোরিয়ানদের সৌন্দর্যের অন্যতম রহস্য হলো রাইস ওয়াটার বা চালের পানি। কোরিয়ানদের বিউট্রি ট্রিটমেন্ট ও বিউটি প্রোডাক্টসে রাইস ওয়াটার থাকে। এটা তারা নিয়মিত ব্যবহার করেন।
কোরিয়ান মহিলাদের মতো টান টান, সুন্দর চকচকে ত্বক পেতে ব্যবহার করতে পারেন চালের পানি।
বাসমতী চাল বেশ খানিকটা পানিতে একবার ধুয়ে নিতে হবে, যাতে তাতে থাকা ধুলো ময়লা চলে যায়। এবার সেই চাল পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে ততই ভালো। এরপর চাল ছেঁকে পানি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। সপ্তাহখানেক পর্যন্ত ভালো থাকবে। প্রয়োজনে আইস ট্রেতে দিয়ে আইস কিউবও বানিয়ে রাখতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, চালের পানি টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে রাইস ওয়াটারে কটন প্যাড ডুবিয়ে পুরো মুখে একবার বুলিয়ে নিন।
সকালে ঘুম থেকে উঠেও চালের পানি দিয়ে মুখ ধুতে পারেন। শুধু মুখ নয়, চুলেও ব্যবহার করতে পারেন।
সমপরিমাণে গোলাপজল এবং চালের পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখতে হবে। রোদ থেকে ফিরে পরিষ্কার মুখে এই মিশ্রণ স্প্রে করলে রোদে পোড়াভাব দূর হবে। ট্যানও চলে যাবে তাড়াতাড়ি।
আইস কিউব হিসেবে চালের পানি ব্যবহার করলে তা পরিষ্কার মুখে আলতো করে বুলিয়ে নিন। ভালো করে ঘাড়ে-গলায়-মুখে লাগান। আন-ইভেন স্কিনের সমস্যা এতে খুব তাড়াতাড়ি মিটবে।