জন্মদিনে খেলনার বদলে শিশুদের বই কিনে দিতে হবে: কবিতা খানম
Tweet
গাইবান্ধার পলাশবাড়ীতে মরহুম দেলওয়ার হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম চৌধুরী। এ সময় তিনি বলেছেন, জন্মদিনে খেলনার বদলে শিশুদের বই কিনে দিতে হবে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুরে ফিতা কেটে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, বর্তমানে শিশুরা স্মার্ট ফোনে অনলাইনভিত্তিক বিভিন্ন গেম নিয়ে পড়ে থাকে। সেখান থেকে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। তাদের মধ্যে বই পড়ার নেশা তৈরি করতে হবে। জন্মদিনে খেলনার বদলে শিশুদের বই কিনে দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা এক অশুভ প্রতিযোগিতায় নেমেছি। একটি বাড়ি হলে আরেকটি বাড়ি, একটি গাড়ি হলে আরেকটি গাড়ি প্রত্যাশা করছি। ফলে সন্তানরা কী করছে সেদিকে নজর দিতে পারছি না। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।