যত দিবস আজ : ১১ অক্টোবর ২০২১
Tweet
এক বছরে দিনের সংখ্যা ৩৬৫টি, কিন্তু উদযাপিত আন্তর্জাতিক ও জাতীয় বিশেষ দিবসের সংখ্যা অগুন্তি। প্রতি দিনই উদযাপিত হয় একাধিক বিশেষ দিবস। বিশেষ দিবস নিয়ে পর্যটনিয়া.কমে শুরু হলো দৈনিক ধারাবাহিক ‘যত বিশেষ দিবস আজ’।
আজ ১১ অক্টোবর ২০২১, সোমবার উদযাপিত হবে যে সব বিশেষ দিবস:
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস
‘ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম’ প্রতিপাদ্যে আজ ১১ অক্টোবর সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। জাতিসংঘের সাধারণ সভায় ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে কন্যা শিশু দিবস আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাব গৃহীত হয় এবং ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়।
আন্তর্জাতিক কন্যা দিবস উদযাপনের অন্যতম প্রধান উদ্দেশ্য লিঙ্গ বৈষম্য লোপ করা। এছাড়া কন্যা শিশুর জন্য শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা নিশ্চিত করা এবং নারীর বিরুদ্ধে হিংসা লোপ ও বলপূর্বক তথা বাল্যবিবাহ রোধ সম্পর্কে সচেতনা সৃষ্টি করাও এই দিবসের গুরুত্বপূর্ণ লক্ষ্য।