কক্সবাজারে যৌন ফাঁদে পর্যটক
Tweet
পর্যটন নগরী কক্সবাজারের হোটেল–মোটেল জোনে যৌন ফাঁদের সন্ধান পেয়েছে পুলিশ। রোববার রাত ১১টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত একটি ফাঁদে অভিযান চালিয়ে চার পর্যটককে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। অভিযানে সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, কলাতলীর কটেজ জোন এলাকায় অভিযান চালানো হয়। সাইনবোর্ড ছাড়া শিউলি কটেজ হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। তালা খুলতে বলার পরও না খোলায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে প্রবেশ করে দেখা যায়, সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প একটি পথে পালিয়ে গেছে। এ সময় একটি কক্ষে জিম্মি করে রাখা চার পর্যটককে উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই কক্ষ থেকে নির্যাতনের নানা উপকরণও জব্দ করা হয়।
ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে, সেখানে ৫–৬ জন ছেলে ও তিনজন নারী ছিল। দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে পৃথকভাবে তাদের ওই কটেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবেশ করার পর নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে মোটা অংকের টাকা দাবি করা হয়। হাতিয়ে নেওয়া হয় সব টাকা–পয়সা। আরও টাকার জন্য পরিবারকে জানাতে তাদের ওপর নির্যাতন চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এ রকম আরও কয়েকটি কটেজে পর্যটকদের জিম্মি করে নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।