ভিয়েতনামের নারী চাঁদপুরের গৃহবধূ, চান নাগরিকত্ব
Tweet
প্রেমের টানে বাংলাদেশে এসে সুখেই আছেন ভিয়েতনামের নাগরিক টিউ থিতু। তিনি চাঁদপুরের শাহরাস্তির প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী। পাঁচ বছর ধরে বাংলাদেশে থেকে তিনি এখন বাংলায় কথা বলতে শিখেছেন। তার মতে, বাংলাদেশ খুবই সুন্দর। এছাড়া তার পরিবার এবং প্রতিবেশীরাও খুবই ভালো। তবে বাঙালি পরিবারের সদস্য হলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় প্রতিনিয়ত নানা সমস্যায় পড়ছেন বলে জানান তিনি।
টিউ থিতু ওরফে আমিনা বাংলা ভাষা বলতে শিখেছেন। তিনি বলেন, আমরা ভালো আছি। এখানের সবাই খুবই ভালো। স্বামী বিদেশ চাকরি করেন। আমি শাশুড়ি ও সন্তানদের নিয়ে থাকি। আমার কোনও সমস্যা হচ্ছে না। তবে আমার বাংলাদেশি নাগরিকত্ব ও ন্যাশনাল আইডি না থাকায় খুবই সমস্যা হচ্ছে। আইডি কার্ড না থাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছি না, সম্ভব হচ্ছে না জমি কেনা। আর যেহেতু ভিয়েতনামে ফিরে যাবেন না, তাই বাংলাদেশের নাগরিকত্ব চান তিনি।
স্থানীয়রা জানান, টিউ থিতুর স্বামী এবং সন্তান বাংলাদেশি। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় নানা সমস্যায় পড়ছেন তিনি।
শাশুড়ি খোদেজা বেগম বলেন, আমার ছেলের বউ খুবই ভালো। তাকে আমাদের মতো পরিচয়পত্র দিলে নানা সমস্যার সমাধান হতো।
জানা যায়, শাহরাস্তি উপজেলার পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোবারক হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন প্রায় ১৫ বছর আগে জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে চাইনিজ কোম্পানি মিতরিয়া-এসটিএ-১-তে চাকরি শুরু করেন। চাকরির সুবাদে ভিয়েতনামী নারী সহকর্মীর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। একপর্যায়ে খ্রিষ্টান ধর্ম ছেড়ে টিউ থিতু ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম হয় আমিনা। পরে আলমগীর তাকে নিয়ে দেশে ফিরে বিয়ে করেন। বর্তমানে তাদের আবিদ হাসান শিহাব নামে একটি ছেলে সন্তান রয়েছে। এছাড়া আলমগীরের প্রথমপক্ষের স্ত্রীর সন্তান সিয়ামকেও নিজের সন্তানের মতোই লালন-পালন করছেন টিউ।