সৌদির পর্যটনে ডব্লিউটিটিসি’র দশ বিলিয়ন ডলার বিনিয়োগ
Tweet
সৌদি আরবের পর্যটন খাতের উন্নয়নে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে পর্যটন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (WTTC)।
WTTC- এর শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে WTTC-এর প্রেসিডেন্ট এবং সিইও জুলিয়া সিম্পসন বলেন, পর্যটন গন্তব্য হিসেবে সৌদি আরব নিজেকে দ্রুত প্রস্তুত করছে। সৌদি রূপকল্প -২০৩০ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দশ কোটি বিদেশি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্যমাত্রা অর্জনে দেশটি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে । জুলিয়া সিম্পসন আরও জানান, WTTC-এর সদস্যরা সৌদি আরবের পর্যটন খাতে আগামী পাঁচ বছরের মধ্যে সাড়ে দশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
সৌদি আরব বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল গন্তব্য দাবী করে সৌদি পর্যটন মন্ত্রী আল-খাতিব বলেন, পর্যটন খাতের উন্নয়নে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিতে আমরা গর্বিত। সৌদি আরব অংশীদারিত্বের শক্তিতে বিশ্বাস করে এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চায়।
WTTC- এর ২২তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ এবার সৌদি আরব । “উত্তম আগামীর জন্য ভ্রমণ’ প্রতিপাদ্যে চার দিনব্যাপী এই সম্মেলন ২৮নভেম্বর সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে ১ডিসেম্বর পর্যন্ত চলবে।
WTTC- এর শীর্ষ সম্মেলেনে বিশ্বের পর্যটন নেতা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে, দিরিয়াহ গেট ডেভেলপমেন্ট অথরিটির সিইও জেরি ইনজেরিলো এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস অংশগ্রহণ করবেন। আয়োজকরা আশা করছেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি-মুনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।