সিকিম ভ্রমণে খরচ কত ও যাবেন কিভাবে

Share on Facebook

বাংলাদেশী পর্যটকদের কাছে সিকিম একটি জনপ্রিয় গন্তব্য। আবহাওয়ার বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে সিকিমের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র সিকিম, যার রাজধানী গ্যাংটক।  বাংলাদেশের  সীমান্তবর্তী এলাকা  শিলিগুড়ি  থেকে গ্যাংটক  মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। সিকিম   তুলনামূলক ভাবে কম জনবসতিপূর্ণ এবং এটি ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য।

সিকিমের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে  ভুটান, পশ্চিমে  নেপাল  এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ।  ছোট-বড় পাহাড়-পর্বতের গা ঘেঁষে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, পাহাড়ি বন, সবুজ প্রকৃতি, মনোরম পরিবেশ আর শীতের তুষার সিকিমকে করে তুলেছে পর্যটকদের কাছে একটি স্বর্গরাজ্য। সিকিমের এই অপরুপ সৌন্দর্য উপভোগ করতে আপনিও বেরিয়ে পরতে পারেন সপরিবার  অথবা একা কোনো গ্রুপের সাথে । সিকিমের এই রূপ ঐশ্বর্যের জন্য একে “সুখী স্বদেশ” বলা হয়ে থাকে।

সিকিম যেতে হলে পঞ্চগড়ের বাংলাবান্ধা অথবা লালমনিরহাটের বুড়িমারী সিমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে হবে (বর্তমানে বাংলাবান্ধা বর্ডার দিয়ে পর্যটক গমনাগমন বন্ধ আছে)। বাংলাদেশ ও ভারত উভয় দেশের বর্ডার ইমিগ্রেশন শেষ করে যেতে হবে শিলিগুড়ি বাসস্ট্যান্ড। এছাড়াও বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যেকোনো বর্ডার দিয়ে ঢুকে শিলিগুড়ি এসেও সিকিম যাওয়া যায়। তবে সিকিম যাওয়ার আগে শিলিগুড়িতে সিকিম ন্যাশনাল  ট্রান্সপোর্ট( SMT) অফিস থেকে সিকিম ভ্রমণের অনুমতি নিতে হবে।

শিলিগুড়ি থেকে গ্যাংটকের দুরত্ব প্রায় ১২০ কিলোমিটার,  সড়ক পথে পৌছাতে সময় লাগবে  প্রায় ৫ ঘণ্টা। রিজাভ গাড়ি ভাড়া ৩৫০০-৪০০০ টাকা তবে শেয়ার গাড়ি ভাড়া নিলে জনপ্রতি ৪০০-৫০০ টাকা খরচ পড়বে। গাড়ি গ্যাংটক সিটি সেন্টারের ২ কিলোমিটার নিচে দেওরিালিতে নামাবে। এবার সেখান থেকে টেক্সি ভাড়া করে নিজ হোটেলে পৌঁছাতে হবে। সিকিম ভ্রমণে যাওয়ার সেরা সময় হলো ফেব্রুয়ারি থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। তবে বছরের যে কোনো সময়ই সেখানে যাওয়া যায়।

 

সিকিমের দর্শনীয় স্থানসমুহঃ

সিকিম প্রদেশটা পুরোটাই একটি পর্যটন এলাকা। এখানে অনেকগুলো টুরিস্ট পয়েন্ট আছে যার সবগুলোই দৃষ্টিনন্দন। তার ভেতরে কয়েকটি হল-

গুরুদংমার লেক, বুদ্ধ পার্ক, নথুলা পাস, জিরো পয়েন্ট, সাঙ্গু লেক, ইয়ামথাং ভ্যালি, সিদ্ধেশ্বর ধাম,রামটেক মঠ এম জি মার্গ, হনুমান টক, রাঙ্কা মঠ, ছপ্তা ভেলি, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, সাই মন্দির জুলুক ওয়াইল্ডলাইফ এরিয়া, জুলুক ওয়াইল্ডলাইফ এরিয়া, নাথাং ভ্যালি, কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল,বাবা হরভজন সিং মেমোরিয়াল, যগনোশালা আলপাইন অভয়ারণ্য এবং জলপ্রপাত, রবন্তস রুইনস গনেশ টক  ইত্যাদি। বাংলাদেশীদের জন্য কিছু কিছু পয়েন্টে যাওয়ার অনুমতি নেই।ভ্রমণে যাওয়ার আগে সে সম্পর্কে নিশ্চিত হয়ে যাওয়া ভালো।

সেবার মানভেদে ভ্রমণ খরচে ভিন্নতা আছে সেজন্য সিকিম ভ্রমণের জন্য বাজেট ২৫-৩০ হাজার টাকা রাখা ভালো। সিকিম ভ্রমণে যারা নিয়মিত প্যাকেজ পরিচালনা করছে সেরকম কয়েকটি ট্যুর অপারেটর হচ্ছে।

 

Vision Tours BD

57/14 (2nd Floor), East Raja Bazar, West Panthapath, Dhaka

01873789712, 01841789712

Low Cost Tour Bangladesh

Ka3/F4, Sajjad Monjil, Joynob Ali Sarak, Jamuna Future Park 2nd Gate, bashundhara road ,1229

 01887-436610

Maker holiday

Alif Tower, House: 23, Flat: B4 (4th Floor), Road: 18, Block: A, Banani, Dhaka, 1213

 01855-916633

Gateway Holidays

House 511, Road 9, 3rd Floor, Baridhara DOHS, Dhaka, Bangladesh

 01873-072111

 

M R Travels & Tours

179,NARCISSUS SHOPPING POINT, NORTH BADDA, DHAKA-1212

 01711-203930

S.S.International Travel & Tours

Green Mart (Level- 2), 33, 33/1, Beer Uttam K. M. Shafiullah Sarak, Green Road, Dhaka, Bangladesh

01715-955001

Nayantara Tours

Satmasjid Super Market, 3rd Floor, Mohammadpur Bus Stand, 1207

 01633-373087

Leave a Reply