পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর

Share on Facebook

কাশ্মীর, হিমালয়ের কোলে অনন্য সুন্দর প্রকৃতির এক লীলাভূমি, যাকে পৃথিবীর  ভূস্বর্গ বলা হয়।ভারতের একেবারে উত্তরাঞ্চলে অবস্থিত একটি প্রদেশ কাশ্মীর। কাশ্মীরের রাজধানী শ্রীনগর।

তুষারাবৃত পর্বতশৃঙ্গ, চিরহরিৎ বৃক্ষের সমারোহ, খরস্রোতা পাহাড়ি নদী, সুমিষ্ট আবহাওয়া সব মিলিয়ে কাশ্মীর স্বর্গীয় সুখানুভূতি সৃষ্টির করে। প্রকৃতির নানান রূপসজ্জা, রক্ষাকর্মী হিসেবে পার্বত্য অঞ্চলের অবস্থান এই সব কিছু ছাড়া কাশ্মীর এক্কেবারে অসম্পূর্ণ ।কাশ্মীর তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ভূস্বর্গখ্যাত কাশ্মীর ভ্রমণকারী বিদেশি পর্যটকদের তালিকায় কাশ্মীর তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা । কারণ ভ্রমন প্রিয় বাংলাদেশিদের জন্য কাশ্মীর যেন এক অপরূপ সৌন্দর্যের ভূস্বর্গ।

কাশ্মীরের  পর্যটন স্থান   

পাহলগাম ,গুলমার্গ ,শ্রীনগর ,পুলওয়ামা ,সোনামার্গ ,ডোডা ,বেতাব উপত্যকা ,দাচিগাম জাতীয় উদ্যান ,পাটনিটপ ,আরু উপত্যকা ,অনন্তনাগ ,অমরনাথ ,ভাদেরওয়াহ, তরসার মারসার ট্রেক ,ইউসমার্গ।  

কাশ্মীর যাওয়ার উপযুক্ত সময়?

মনোরম তাপমাত্রা পরিসরের কারণে (গ্রীষ্ম এবং শীতের চরমের মধ্যে), বসন্ত হল কাশ্মীর ভ্রমণের সেরা ঋতু। দিনের সর্বোচ্চ গড় 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের প্রথম দিকে যখন আবহাওয়া তার সেরা অবস্থায় থাকে, এটিকে হাইক এবং অন্যান্য অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য উপযুক্ত করে তোলে।

Vision Tours BD

57/14 (2nd Floor), East Raja Bazar, West Panthapath, Dhaka

01873789712, 01841789712

Low Cost Tour Bangladesh

Ka3/F4, Sajjad Monjil, Joynob Ali Sarak, Jamuna Future Park 2nd Gate, bashundhara road ,1229

 01887-436610

Maker holiday

Alif Tower, House: 23, Flat: B4 (4th Floor), Road: 18, Block: A, Banani, Dhaka, 1213

 01855-916633

Gateway Holidays

House 511, Road 9, 3rd Floor, Baridhara DOHS, Dhaka, Bangladesh

 01873-072111

M R Travels & Tours

 179,NARCISSUS SHOPPING POINT, NORTH BADDA, DHAKA-1212, ঢাকা 1212

 01711-203930

 

Leave a Reply