ফ্রান্সে তুষারধসে নিহত ৪, আহত ৯

Share on Facebook

ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত ও দু’য়ের অধিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নিরাপত্তা কর্মীরা তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা।

স্থানীয় সময় রবিবার (৯ এপ্রিল) মধ্যদুপুরে মন্ট ব্ল্যাঙ্কের কাছাকাছি একটি হিমবাহে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একটি পর্বতারোহী দলের গাইড বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৩ হাজার ৫ শ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। কী কারণে এই ধস হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, ‘তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘আরও কেউ হতাহত হয়েছে কিনা, তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে।’

 

 

Leave a Reply