সিকিমে বড় তুষারধস, বহু পর্যটক আটকে পড়ার শঙ্কা

Share on Facebook

ভারতের সিকিমের নাথু লা মাউন্টেন পাস এলাকায় বড় তুষারধসের খবর পাওয়া গেছে। এ ঘটনায় বহু পর্যটক সেখানে আটকা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির ।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে এরই মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, তুষারধসের সময় সেখানে অন্তত ১৫০ পর্যটক ছিল।

গতকাল ৪ এপ্রিল ভারতের স্থানীয় সময় দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বর্তমানে সিকিম পুলিশ, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের লোক ও গাড়িচালকরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, বর্ডার রোড অর্গানাইজেশন দ্রুত উদ্ধার শুরু করেছে। সেখান থেকে এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

 

Leave a Reply