বাঘ,সিংহ না বিড়াল? এমন প্রজাতির প্রাণী যা পৃথিবীতে বিরল।
Tweet
পুরুষ সিংহ এবং নারী বাঘের সংকরায়নে জন্ম নেওয়া লাইগার! আকারে পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল!
পুরুষ সিংহ এবং নারী বাঘের মধ্যে মিলনে জন্ম নেয় লাইগার৷ যা তাদের পিতা-মাতা অর্থাৎ পুরুষ সিংহ এবং নারী বাঘের তুলনায় আকারে অনেক বড় হয়ে থাকে৷
আকারের পাশাপাশি তাদের ওজনও স্বাভাবিকের তুলনায় বেশি হয়। এর পিছনে মূলত বৃদ্ধি প্রতিরোধী জিনের অনুপস্থিতি দায়ী৷ সাধারণ পুরুষ সিংহের নিদিষ্ট জিন তাদের সন্তানদের আকার বৃদ্ধির জন্য দায়ী৷ তবে এই বৃদ্ধি আটকানোর জন্য আবার নারী সিংহ থেকে জিন আসে যা সিংহ শাবককে ক্রমাগত বৃদ্ধি লাভ থেকে রক্ষা করে।
কিন্তু অপর দিকে লাইগারের বেলায় মা যেহেতু বাঘ এবং তাদের ডিএনএ-তে এমন কোনো বৃদ্ধি প্রতিরোধী জিন নেই তাই তাই দেখা যায় লাইগার আকারে অনেক বড় হয়ে থাকে৷
লাইগার আকার প্রায় ৩.৩ মিটার বা ১০.৪ ফুট হতে পারে। এদের ভরও নেহাত কম নয়। যেখানে একটি পুরুষ সিংহের ভড় গড়ে ১৫০-২৫০ কেজির মত এবং একটি নারী বাঘের ভর গড়ে ১০০-১৬৭ কেজির মত সেখানে একটি লাইগারের ভর ৪০০ কেজির মত হতে পারে৷ তবে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় লাইগারটির ভর ছিল প্রায় ১০০০ কেজির বেশি৷ তবে এদের সংখ্যা খুবই কম। পৃথিবীতে ১০০ টির কম লাইগার জন্ম নিয়েছে৷ যার সবগুলোই ঘটানো হয়েছে বন্দি অবস্থায়!