একুশের কাছে সংস্কৃতির ঋণ

Share on Facebook

বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে আমরা যে ভাষা আন্দোলন করেছিলাম, সে উপলক্ষ ধরে পুরো ফেব্রুয়ারি মাসকেই এখন ভাষার মাস হিসেবে পালন করি। পুরো মাসেই চলে বইমেলা, চলে নানা অনুষ্ঠান। তাৎপর্যপূর্ণ এই মাসের শুরুর দিনটিতেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করি একুশের সেই অমর শহীদদের, যাঁরা পুরো জাতির সামনে দেশপ্রেম, মাতৃভাষাপ্রেম এবং ত্যাগ ও সাহসিকতার উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে গেছেন।

সবচেয়ে অবাক করার বিষয়, ১৯৪৭ সালে একটি নতুন দেশ সৃষ্টি হতে না হতেই আরেকটি নতুন চেতনার জাগরণ ঘটল। প্রথমে এর উন্মেষ ঘটল বুদ্ধিজীবী-চিন্তাবিদ পর্যায়ে, তারপর প্রসারিত হলো সচেতন ছাত্র-যুবক-রাজনৈতিক গণ্ডিতে এবং সবশেষে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ল একেবারে সাধারণের স্তরে। বিস্তৃত হলো প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত।

Leave a Reply