চার কারণে শীতলতম মাস জানুয়ারিতে শীত কম

Share on Facebook

জানুয়ারি দেশের শীতলতম মাস। কথায় আছে, ‘পৌষের শীত মোষের গায়, মাঘের শীত বাঘের গায়।’ পৌষের ১৪ দিন আর মাঘের ১৭ দিন মিলে জানুয়ারি। কিন্তু এবারের জানুয়ারিতে বাঘ পালানো শীত দেখা গেল না। রাজধানী ঢাকা তো বটেই, সারা দেশেও শীত পড়েছে অন্যবারের চেয়ে কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবারের জানুয়ারি মাসে দেশে একটিও তীব্র শৈত্যপ্রবাহ হয়নি। যদিও প্রতিবছর অন্তত একটি তীব্র শৈত্যপ্রবাহ হয় এ মাসে। তীব্র শৈত্যপ্রবাহহীন জানুয়ারি দেখা গিয়েছিল ৯ বছর আগে, ২০১৬ সালে। এবার জানুয়ারিতে গড় তাপমাত্রাও ছিল অন্যান্য বছরের চেয়ে বেশি, বিপরীতে কুয়াশা কম পড়েছে।

রাজধানীর কারওয়ান বাজারের লেপ, তোশক ও কম্বল বিক্রেতা এমরান হোসেন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, জানুয়ারি মাসে তিনি মাত্র তিনটি লেপ বিক্রি করতে পেরেছেন। ক্রেতা একেবারেই কম। তিনি বলেন, ‘শীতই নাই। মানুষ কিনব ক্যান এসব?’

কৃষি, রোগ সৃষ্টিকারী ভাইরাসের প্রাদুর্ভাব ও অর্থনীতির ওপর শীত কম পড়ার নেতিবাচক প্রভাব রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কম শীত মানে ডেঙ্গু আরও বিস্তারের সুযোগ তৈরি হওয়া; গম, আলু ও শর্ষের মতো ফসল উৎপাদনে ক্ষতি এবং শীতকেন্দ্রিক ব্যবসা কমে যাওয়া।

ঢাকাসহ বড় শহরে কম শীত পড়লে মানুষকে বৈদ্যুতিক পাখা বা ফ্যান চালাতে হয়। অফিস-আদালতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসিও চলে। ফলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির চাহিদা বেড়ে যায়। জ্বালানি আমদানি করতে গিয়ে আবার বৈদেশিক মুদ্রার মজুতে চাপ পড়ে।

 

Leave a Reply