বাবুগঞ্জ সমিতির সাবেক সভাপতি নুরুর হক আর নেই
Tweet
বাবুগঞ্জ রাজগুরু সরকারী প্রথমীক বিদ্যালয় এর সভাপতি ও ঢাকাস্থ বাবুগঞ্জ সমিতির সাবেক সভাপতি মো: নুরুর হক( ৬০) গত সোমবার রাত ১০.০০ হার্ট অ্যাটাক করে ঢাকা সেগুনবাগিচা নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
তিনি ঢাকায় আমেরিকান লাইফ ইনসুরেন্ কোন্পানীর লি:(মটরাইফ) এর নুরুল হক এজেন্সির স্বত্বাধিকারী ছিলেন। তিনি স্ত্রী দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।
গত সোমবার রাতেই তার নিজ বাসভবনে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়, গত মঙ্গলবার ২য় নামাজের জানাজা সেগুনবাগিচা বড় মসজিদে শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।