বায়ু দূষণ: দুই কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

Share on Facebook

চট্টগ্রামে দুই কারখানাকে বায়ু দূষণের অভিযোগে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল রোববার অধিদপ্তরের গবেষণাগারে পাওয়া ফলাফল নিয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সামনে শুনানি শেষে এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।

দুই প্রতিষ্ঠান হল- বায়েজিদ এলাকার মর্ডান স্টিল মিলস লিমিটেড ও পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৬ নভেম্বর মর্ডান স্টিল মিল এলাকা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে বায়ু দূষণের প্রমাণ পাওয়া যায়।

পাশাপাশি ১২ নভেম্বর এসজিএস সিমেন্ট কারখানা এলাকার নমুনাতেও বাতাসে মাত্রাতিরিক্ত দূষণের প্রমাণ মেলে।

 

এ প্রেক্ষিতে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে রোববার শুনানি হয়।

নূরুল্লাহ নূরী বলেন, “মর্ডান স্টিল মিলের এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট (এটিপি) ত্রুটিপূর্ণভাবে পরিচালনার অভিযোগে নয় লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পাশাপাশি এটিপি আধুনিকায়নের নির্দেশ দেওয়া হয়।

“আর বায়ু দূষণ রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনার পাশাপাশি এনজিএস সিমেন্ট কারখানার চার লাখ টাকা ক্ষতিপূরণ ধরা হয়।”

আগামী সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠান দুইটিকে।

Leave a Reply