বান্দরবানে ভাল্লুকের আক্রমণে তিনজন জখম
Tweet
বান্দরবানের চিম্বুক পাহাড়ে বন্য ভাল্লুকের আক্রমণে পাড়াপ্রধানসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন। গুরুতর আহত ম্রো জনগোষ্ঠীর সদস্যদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলাধীন চিম্বুক পাহাড়ে জুম ক্ষেতে কাজ করার সময় বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হন ওই তিনজন। খবর পেয়ে আহতদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে পাঠানো হয়।
আহতরা হলেন চিম্বুকপাড়া কার্বারি ম্রো ইয়াং (৩২), ওয়াই ম্রো (৪২) ও মাংলিউ ম্রো (৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, ভাল্লুকের আক্রমণে তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।