সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ী যারা
Tweet
তালিকার প্রথম দু’টি নাম সবারই জানা থাকার কথা। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো নিজেদেরকে নিয়ে গেছেন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। সবশেষ ১২ বছরের ১১টি ব্যালন ডি’অরই ভাগ করে নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই দুই ফুটবলার।
ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবল নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিন প্রতিবছর সেরা ফুটবলার নির্বাচন করে থাকে।
১৯৫৬ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার ফুটবলের সবচেয়ে প্রাচীন পুরস্কার। সর্বপ্রথম এই পুরস্কার জিতে নেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস। গত বছর করোনায় স্থগিত থাকার আগপর্যন্ত প্রতিবছরই দেয়া হয়েছে পুরস্কারটি।
২০১০ সালে ফ্রান্স ফুটবল ও ফিফা সিদ্ধান্ত নেয় ব্যালন ডি’অর ও ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দেয়া হবে একসঙ্গে। তখন থেকে পুরস্কারটির নাম হয় ফিফা ব্যালন ডি’অর।
সবশেষ ট্রফিটি জিতেছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ট্রফিটি সবচেয়ে বেশিবার উঠেছে এই আর্জেন্টাইন সুপারস্টারের শোকেসে। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন ৫ বার। মিচেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ ও মার্কো ভ্যান বাস্তেন ব্যালন ডি’অর জিতেছেন ৩ বার করে।
সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ী ফুটবলার
নাম – ব্যালন ডি’অর – দেশ
লিওনেল মেসি ৬টি আর্জেন্টিনা
ক্রিস্টিয়ানো রোনালদো ৫টি পর্তুগাল
মিচেল প্লাতিনি ৩টি ফ্রান্স
ইয়োহান ক্রুইফ ৩টি নেদারল্যান্ডস
মার্কো ভ্যান বাস্তেন ৩টি নেদারল্যান্ডস
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ২টি জার্মানি
রোনালদো নাজারিও ২টি ব্রাজিল
ডি স্টেফানো ২টি আর্জেন্টিনা/স্পেন
কেভিন কিগান ২টি ইংল্যান্ড
কার্ল রুমেনিগে ২টি জার্মানি