নিষেধাজ্ঞা শেষে আবার শুরু ইলিশ শিকার
Tweet
দুই মাসের বেশি সময়ের নিষেধাজ্ঞা শেষে আবার শুরু হয়েছে ইলিশ শিকার।
শুক্রবার মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারের জন্য রওনা হচ্ছেন বরগুনার জেলেরা। নিষেধাজ্ঞার অবসরে ইতোমধ্যেই উপকূলের বিভিন্ন স্থানে জাল প্রস্তুতের পাশাপাশি তারা নৌকা মেরামতের কাজ শেষ করেছেন।
জেলা ট্রলার মালিক ও মৎস্যজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, করোনাভাইরাস মহামারীতে ট্রলারগুলোয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্য দপ্তরের তথ্যানুযায়ী, জেলায় মোট ২৯ হাজার ৫৪১ জেলে পরিবার রয়েছে। নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ৪৫,৬২১ জন, নিবন্ধিত যান্ত্রিক নৌযানের সংখ্যা ২০৫টি। দেশের উৎপাদিত মোট ইলিশের ১৩ শতাংশ আসে বরগুনার জেলেদের হাত দিয়ে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব বলেন, সাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা কালে জেলেদের খাদ্যসহায়তা হিসেবে সরকারি চাল দেওয়া হয়।