চুল কালো করার ঘরোয়া ২ উপায়
Tweet
প্রাকৃতিকভাবে কালো চুল পেতে কে না চায়! তবে প্রতিদিনের দূষণ, অযত্ন ও রোদের কবলে চুল আস্তে আস্তে তার স্বাভাবিক রং হারায়। এ ছাড়াও চুলে বিভিন্ন রং ব্যবহারের কারণে ধরে ধীরে কালো রঙের অস্তিত্ব হারায়।
এমন চুলে আবারও কালো রং ব্যবহার করলে তা দীর্ঘদিন টেকসই হয় না। এ ছাড়াও চুলের ক্ষতি হতে পারে। তাই চুলে কালো রং ফেরাতে ভেষজ উপাদানে ভরসা রাখতে পারেন।
বর্তমানে পাকা চুল কালো রাখতে অনেকেই হেনা বেছে নেন। এতে শুধু চুল কালো রঙের হবে, এমনটি নয়। পাশাপাশি চুল কোমলও হয়। এমনকি চুল দ্রুত লম্বাও হয়।
তবে হেনা প্যাকের সঙ্গে যদি ২টি উপাদান মেশাতে পারেন তাহলে চুল আরও উপকৃত হবে। ফলে প্রাকৃতিকভাবেই চুল তার হারানো রং ফিরে পাবে-
>> সাধারণত চুলে হেনা লাগালে গাঢ় বাদামি রং আসে। তবে এর সঙ্গে যদি চায়ের লিকার ও ডিম মিশিয়ে নেন, তাহলে চুলে দ্রুত কালো রং আসবে।
>> হেনার সঙ্গে মেশাতে পারেন কফির গুঁড়া। তার সঙ্গে আমলকির রস বা বাটা মেশালে আরও উপকার পাবেন।
শুধু চুল কালো হলেই তো হবে না, এর সঙ্গে চাই স্বাস্থ্যকর ও কোমল চুল। এজন্য হেনার সঙ্গে মেশাতে পারেন টকদই।