স্বামীকে নিলামে তুললেন তিনি
Tweet
প্রযুক্তির কল্যাণে পণ্যের বেচাকেনা এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। মুঠোফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এক ক্লিকে আপনি যেমন পছন্দের পণ্য কিনতে পারেন, তেমনি বেচতে পারেন নিজের উৎপাদিত কিংবা বাড়িতে পড়ে থাকা পুরোনো যেকোনো পণ্য। তবে কেউ যদি নিজের স্বামীকে এভাবে অনলাইনে নিলামে বিক্রির চেষ্টা করেন, তাহলে অবাক হতেই হয়। অবাক করা এমন কাজ করেছেন নিউজিল্যান্ডে বসবাসকারী এক স্ত্রী।
দেশটির গণমাধ্যমের বরাতে গতকাল শুক্রবার এই তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। এতে বলা হয়েছে, নিউজিল্যান্ডে বসবাসকারী ওই নারীর নাম লিন্ডা ম্যাকঅ্যালিস্টার। তিনি আইরিশ বংশোদ্ভূত। তাঁর স্বামীর নাম জন। ২০১৯ সালে জন ও লিন্ডা আয়ারল্যান্ডে বিয়ে করেন। এরপর তাঁরা নিউজিল্যান্ডে বসবাস শুরু করেন। তবে তাঁদের সংসারে ৪ ও ৬ বছর বয়সী দুই ছেলেসন্তান রয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, জন পেশায় একজন কৃষক। নিজের খামারে গরু পালন করেন। ছেলেদের বিদ্যালয় এখন বন্ধ চলছে। ক্লাস নেই। বাড়িতে থাকে সারাক্ষণ। এ সময় জন মাছ ধরার একটি অভিযানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। লিন্ডাকে সন্তানদের দেখভালের জন্য বাড়িতে রেখে গেছেন। আর তাতেই খেপেছেন লিন্ডা, স্বামীর দায়িত্বহীন আচরণের জন্য।
রেগেমেগে স্বামীকে নিউজিল্যান্ডের অনলাইন নিলাম প্ল্যাটফর্ম ট্রেড মি–তে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন লিন্ডা। বিজ্ঞাপনে তিনি উল্লেখ করেছেন, পেশায় কৃষক জনের বয়স ৩৭ বছর। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। কেউ কিনতে চাইলে জনের জন্য গুনতে হবে মাত্র ২৫ ডলার। বিনা মূল্যে ক্রেতার কাছে জনকে পৌঁছে দেবেন লিন্ডা। তবে শর্ত রয়েছে, কেনার পর জনকে আর ফেরত দেওয়া যাবে না।
বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই অনলাইনে বেশ সাড়া ফেলে দিয়েছে, তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই অবাক করা এই বিজ্ঞাপন নিয়ে মজা করেছেন। ট্রল করেছেন। অনেকে জনকে কিনে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আবার অনেকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপনের তুমুল সমালোচনা করেছেন। তবে শেষ অবধি জনকে বিক্রি করা যায়নি। প্ল্যাটফর্মটি ওই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে।
তবে সংবাদমাধ্যমকে লিন্ডা বলেন, ‘এটা মোটেও অনাকাঙ্ক্ষিত আচরণ নয়। এটাই তার (জনের) প্রাপ্য।’