কাশ্মীরের গলি থেকে উঠে আসা এক গতিতারকা
Tweet
মেহেদী শতাব্দী /ক্রীড়া প্রতিবেদকঃ
যে স্বপ্ন দেখতে জানে, সে স্বপ্ন পূরণ করতে ও জানে! জানি না কথাটা কতটুকু সত্যি। কিন্তু এমন কথাটাকে সত্যি প্রমাণ করে দেখিয়েছ বর্তমান সময়ে নিজের বোলিং গতি দিয়ে বিশ্বকে অবাক করে দেওয়া সানরাইজার্স হায়দারাবাদের উমরান মালিক।
সবার যেমন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহন করার সৌভাগ্য হয়না, তার বেলায় ও তেমনটা হয়নি। ১৯৯৯ সালের ২২ শে নভেম্বর ভারতের জাম্বু কাশ্মীরের শ্রীনগর নামক একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন উমরান। বাবা আব্দুর রশিদ ছিলেন পেশায় একজন ফল বিক্রেতা। ছোটবেলায় ক্রিকেটকে ভালোবাসতেন বলে ক্রিকেট নেশায় স্কুল ছুটির ঠিক পরপরই চলে যেতেন মাঠে। যদিও পরিবারের আর্থিক সমস্যার কারণে দশম শ্রেণীর বেশি পড়ালেখা করা হয়নি উমরানের। কাশ্মীরে শ্রীনগরের বিভিন্ন গলিতে তিনি খেলতে টেনিস বল দিয়ে ক্রিকেট। পড়ালেখা বেশিদূর এগিয়ে নিয়ে যেতে না পারলেও ছেলেকে ক্রিকেটার হতে বেশ সহযোগিতা করতো বাবা আব্দুর রশিদ। ছোটবেলায় উমরান যখন ক্রিকেট খেলতেন তখন সেখানকার টেনিস টুর্নামেন্টেে সবচেয়ে গতিতে যে বল করতে পারতো তাকে নগদ দুইশ টাকা ধরে পুরস্কার দেওয়া হতো। মূলত সেখান থেকে উমরানের গতিতারক