আইসিসি র্যাংকিং প্রকাশ, শীর্ষে সাকিব আল হাসান
Tweet
স্পোর্টস ডেস্ক: আইসিসি র্যাংকিং প্রকাশ, ওয়ানডে ক্রিকেটের তালিকায় অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে সাকিব আল হাসান। ৩৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব। ৩২৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
২৯০ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আরও এক আফগান তারকা রশিদ খান। এছাড়া টেস্ট ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ৩৮৪ পয়েন্ট তার। ৩২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাকিব এবং ৩৩৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রবিচন্দ্র অশ্বিন।
টি-২০ ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় ২৬৭ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ২৪৬ পয়েন্ট নিয়ে তার ঠিক নিচেই রয়েছেন সাকিব আল হাসান। ২০৫ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে মঈন আলী।
আইসিসির ক্রমতালিকায় টি-২০ এবং এক দিনের ক্রিকেটে শীর্ষ স্থানে রয়েছেন বাবর আজম। বুধবার টেস্ট ক্রিকেটের ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন পাকিস্তানের অধিনায়ক। পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে।
শ্রীলঙ্কার গলে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম টেস্টে শতরান করেন বাবর। বুধবার টেস্টের ক্রমতালিকায় দেখা যাচ্ছে তৃতীয় স্থানে থাকা পাক ব্যাটারের সংগ্রহ ৮৭৪ পয়েন্ট। বাবরের কেরিয়ারে যা সর্বোচ্চ। তার সামনে রয়েছেন মার্নাস লাবুশানে।
৮৮৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটার দ্বিতীয় স্থানে। শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। তার সংগ্রহ ৯২৩ পয়েন্ট। টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় রয়েছেন দুই ভারতীয়। পঞ্চম স্থানে রয়েছেন ঋষভ পান্থ (৮০১) এবং নবম স্থানে রোহিত শর্মা (৭৪৬)। ৭১৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে বিরাট কোহলি।