টি–টোয়েন্টিতে ৬০০ উইকেট পাওয়া প্রথম বোলার ব্রাভো
Tweet
অসাধারণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন ডোয়াইন ব্রাভো। দ্য হানড্রেড টি–টোয়েন্টি টুর্নামেন্টে নর্দান সুপার জায়ান্টসের ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে ম্যাচটি খেলতে নেমেছিলেন মাত্র ২ উইকেটের অপেক্ষা নিয়ে।
প্রথম উইকেটটি তিনি পেয়ে যান রান তাড়া করতে নামা ওভালের ইনিংসের ২০তম বলে। দলটির দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশোকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান ব্রাভো। আম্পায়ার প্রথমে আউট দেননি। কিন্তু রিভিউ নিয়ে উইকেটটি পেয়েছেন তিনি। ইনিংসের ৮৯তম বলে অসাধারণ এক স্লোয়ারে ফেরান ওভালের ইংলিশ ব্যাটসম্যান স্যাম কারেনকে।
ব্যস, হয়ে গেল ব্রাভোর অপেক্ষার অবসান। প্রথম বোলার হিসেব স্বীকৃত টি–টোয়েন্টিতে ৬০০ উইকেট পাওয়া প্রথম বোলার হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। টি–টোয়েন্টিতে বোলার হিসেবে ব্রাভো বাকিদের চেয়ে কতটা এগিয়ে, এটা স্পষ্ট হবে ছোট একটি পরিসংখ্যানে। বিশ্বের বাকি বোলারদের মধ্যে কেউ স্বীকৃত টি–টোয়েন্টিতে এখনো ৫০০ উইকেটের মাইলফলকই ছুঁতে পারেননি।
স্বীকৃত টি–টোয়েন্টিতে ব্রাভোর পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনারের সংগ্রহ এখন পর্যন্ত ৪৬৬ উইকেট। ৪৬০ উইকেট নিয়ে এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।
ব্রাভো তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারে ২২টি দলের হয়ে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১ ম্যাচ খেলে নিয়েছেন ৭৮ উইকেট। বাকি ৫২২টি উইকেট তিনি পেয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে ব্রাভোর উইকেট ১৫৪টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোনো দলের হয়ে এটাই তাঁর সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ড।