পিরামিডের দেশে অন-অ্যারাইভাল ভিসা পাবেন বাংলাদেশিরা
Tweet
শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে পিরামিড আর নীলনদের দেশ মিশর। স্থানীয় সময় সোমবার (১৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কায়রোর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিরা নানা কারণে মিশরে আসেন। কিন্তু এখন থেকে শর্তসাপেক্ষে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন; এতদিন যা বাংলাদেশ থেকেই সংগ্রহ করতে হতো।
যেসব বাংলাদেশি ইতোমধ্যে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন, সেসব বাংলাদেশি মিশরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করবেন।
আগামী এক বছরের জন্য এ নিয়ম প্রযোজ্য থাকবে। তবে পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।