কেনিয়ার নাগরিকদের জন্য ভিসা ফ্রি সাউথ আফ্রিকা
Tweet
দক্ষিণ আফ্রিকা এবং কেনিয়ার মধ্যে চলমান ভিসা বিরোধের অবসান হয়েছে। ফলে কেনিয়ার নাগরিকরা বছরে ৯০দিন পর্যন্ত সাউথ আফ্রিকায় অবস্থান করতে পারবে।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ৯নভেম্বর হতে প্রথমবারের মত কেনিয়া সফর করছেন। সফর চলাকালীন সময়ে উভয় দেশের রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বিরোধ অবসানের তথ্য জানিয়ে বলেন, নতুন বছরের প্রথম দিন থেকে ভিসা চুক্তি কার্যকর হবে।
দুই রাষ্ট্রপতি পারস্পরিক সুসম্পর্ক, সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে বিরাজমান প্রতিবন্ধকতা নিরসনে বাণিজ্যমন্ত্রীদের নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসের ১তারিখ থেকে কেনিয়ার নাগরিকরা ভিসা ও অন্যান্য জটিলতা ছাড়া সাউথ আফ্রিকায় প্রবেশ ও নব্বই দিন পর্যন্ত অবস্থানের সুবিধা লাভ করলেও সাউথ আফ্রিকার নাগরিকরা বহু আগে থেকে কেনিয়ায় প্রবেশের ক্ষেত্রে ভিসা ফ্রি সুবিধা ভোগ করে আসছে।