ভারতে মেডিকেল ভিসা আবেদনে যা দরকার
Tweet
দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের প্রধান গন্তব্য পার্শ্ববর্তী দেশ ভারত। প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যায়। ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২০ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ৫৪.৩ শতাংশই বাংলাদেশি।
ভারতের ন্যাশনাল মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রমোশন বোর্ডের সদস্য প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠির মতে সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা ব্যবস্থা ছাড়াও একই ধরনের খাবার, ভাষা এবং সাংস্কৃতিক মিলের কারণে বাংলাদেশিরা চিকিৎসা সেবার জন্য ভারতের প্রতি আকৃষ্ট হয়।
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য মেডিকাল ভিসার প্রয়োজন হয়। ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্ট/ দলিলাদি:
-
ভিসা ক্যাটাগরি : মেডিকেল/মেডিকেল এটেনডেন্ট ভিসা
• জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্র ( আঠারো বছরের নিচে)।
• ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি (গত ছয় মাসের ভিতরে)।
• আর্থিক সচ্ছলতার প্রমাণ: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট এবং/অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং/অথবা ব্যাংক স্টেটমেন্ট এর অনুলিপি জমা দিতে হবে, এক্ষেত্রে, একাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো থাকতে পারে।
• নির্দিষ্ট তারিখ দিয়ে ভারত থেকে মেডিকেল আমন্ত্রণ পত্র থাকতে হবে।
• সব ঔষধ মূল নথি থাকতে হবে।
• বর্তমান পেশার প্রমাণ যুক্ত করতে হবে।
• বর্তমান পাসপোর্ট কপি এবং পুরানো পাসপোর্ট থাকলে তা যুক্ত করতে হবে।
• স্বীকৃত হাসপাতাল/ ডাক্তার এর কাছ থেকে রোগীর চিকিৎসাধীন অবস্থার বিশদ নির্দেশ সহকারে চিকিৎসার মূল সনদপত্র।
• প্রথম ভ্রমণের ক্ষেত্রে, বিদেশে চিকিৎসা সুবিধা উপভোগের জন্য বর্তমান ডাক্তারের কাছ থেকে সুপারিশপত্র থাকতে হবে।
• ভারতে অব্যাহতভাবে চিকিৎসার ক্ষেত্রে ভারতের বর্তমান ডাক্তারের কাছ থেকে সুপারিশ থাকতে হবে।
• হাসপাতালে ভর্তি বা দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সম্পদের প্রমাণে হিসেবে (ক) ব্যাংক স্টেটমেন্ট এর কপি (বিগত ৬ মাসের), (খ) ব্যাংক থেকে সচ্ছলতার সনদ থাকতে হবে।
উল্লেখ্য, ভিসার আবেদন কখনো ভিসার নিশ্চয়তা প্রদান করে না। তবে সঠিক নিয়ম মেনে ভিসা আবেদন করা হলে ভিসাপ্রাপ্তি দ্রুত ও সহজ হয়।