বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজে বাংলাদেশ
Tweet
বাংলাদেশের পর্যটনে যুক্ত হচ্ছে বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নদী ক্রুজ।
আজ শনিবার (১২ নভেম্বর) ভারতের বন্দর, শিপিং এবং জলপথের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক টুইট বার্তায় এই তথ্য জানান। (টুইট লিঙ্ক)
সর্বানন্দ সোনোয়ালের টুইট বার্তা অনুসারে আগামী বছরের জানুয়ারিতে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’ বারাণসী থেকে শুরু হয়ে বাংলাদেশ অতিক্রম করে আসামের ডিব্রুগড় পৌছে সমাপ্ত হবে। যাত্রাপথে এই ক্রুজ ভারতের দুটি বৃহত্তম নদী গঙ্গা ও ব্রহ্মপুত্রের প্রায় ৪হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।
বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, আগামী ১০ জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রুজটি শুরু হবে এবং ১মার্চ উত্তর-পূর্বাঞ্চলীয় আসামের ডিব্রুগড়ে যাত্রা সমাপ্ত করবে।
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, এই ক্রুজ উভয় দেশকে কাছাকাছি নিয়ে আসবে এবং পর্যটন খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।
গঙ্গা বিলাস নদী ক্রুজের রুট-