জাপান-থাইল্যান্ড পর্যটন সহযোগিতা জোরদার
Tweet
পর্যটন শিল্পের উন্নয়নে জাপান ও থাইল্যান্ড পারস্পরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১৯ নভেম্বর “জাপান-থাইল্যান্ড ট্যুরিজম সেমিনার: নব অ্যাডভেঞ্চার, নব রত্নভাণ্ডার আবিষ্কার” শীর্ষক সেমিনারের আয়োজন করে জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (জেএনটিও) এবং থাইল্যান্ডের পর্যটন সংশ্লিষ্ট সংস্থাসমূহ। হাই প্রোফাইল সেমিনারে সভাপতিত্ব করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। প্রসঙ্গত, ফুমিও কিশিদা ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম তথা এপেক জোটের শীর্ষ নেতাদের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড সফর করছেন। এই বছর জাপান-থাই কূটনৈতিক সম্পর্কের 135 বছর পূর্ণ হয়েছে। দুই দেশের সম্পর্ক রক্ষায় পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোভিড মহামারির ক্ষতি কাটিয়ে বর্তমানে জাপান ও থাইল্যান্ডে পর্যটকরা দুই দেশে পাড়ি জমাচ্ছে, ফলে উভয় দেশের পারস্পরিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই ধারা কোভিড মহামারীর আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। উল্লেখ্য থাই পর্যটন খাতের আয়ের অন্যতম উৎস জাপান। ২০১৯-এর প্রাক-মহামারী বছরে ১,৭৮৭,১৮৫ জাপানি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করায় থাইল্যান্ড ৯৩,৭৮৯ মিলিয়ন বাথ আয় করে। থাই পর্যটন সংম্লিষ্ট সংস্থাসমূহ ১.২৫ মিলিয়ন জাপানি পর্যটককে আকৃষ্ট করার লক্ষ্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে আশা করছে।