আপনি কি শীঘ্রই ভিয়েতনাম ভ্রমণ করছেন?

Share on Facebook

করোনা পরবর্তী সময়ে যতগুলো দেশ পর্যটনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভিয়েতনাম তাদের মধ্যে অন্যতম। বিচিত্র ভূমিরূপ নিয়ে গঠিত ভিয়েতনাম ভৌগোলিক ভাবে সরু ও দীর্ঘ একটি রাষ্ট্র। ভিয়েতনামের উত্তরে গণচীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। হ্যানয় ভিয়েতনামের রাজধানী। হো চি মিন সিটি হল বৃহত্তম শহর। ভিয়েতনাম একটি কৃষিভিত্তিক দেশ হিসেবে গড়ে ওঠলেও বর্তমানে শহরমুখী জনসংখ্যার পরিমাণ ক্রমেই বাড়ছে। ফলে হো চি মিন সিটি, হানয় এবং অন্যান্য শহর এলাকাগুলোর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশিদের মতো ভিয়েতনামীয়দেরও প্রধান খাদ্য ভাত। বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের মধ্যে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভিয়েতনামের জনপ্রিয়তা।সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আর সীমিত খরচের কারণে পর্যটকদের অন্যতম পছন্দের ভ্রমণ রাজ্যে পরিণত হয়েছে এশিয়ার ছোট্ট দেশ ভিয়েতনাম। কুয়াশাচ্ছন্ন পাহাড়, চকচকে ধানের ক্ষেত এবং উত্তর ভিয়েতনামের মোহনীয় জলপ্রপাত থেকে শুরু করে এর অপরুপ সৌন্দয়্যে যোগ হয়েছে দৃষ্টিনন্দন জলাশয় ও নদী। আর ভিয়েতনামের হ্যা লং বে দেশটির সৌন্দর্য্যকে যেন বাড়িয়ে দিয়েছে কয়েকগুন।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভিয়েতনাম সারা বছরের ভ্রমণ উপযোগী একটা দেশ হলেও ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং আগস্ট থেকে অক্টোবর এই মাসগুলো ভিয়েতনাম ভ্রমণের সেরা সময়।

কিভাবে যাবেন ভিয়েতনাম ?

ঢাকা থেকে সিঙ্গাপুর  অথবা   ব্যাংকক অথবা কুয়ালালামপুর হয়ে তারপর যেতে হয় ভিয়েতনামের শহর হো চি মন বা হ্যানয়।থাই লায়ন এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স, মালিন্দো এয়ারলাইন্স, মালেয়শিয়ান এয়ারলাইন্স কিংবা সিংগাপুর এয়ারলাইনসের টিকেট কেটে হো চি মিন বা হ্যানয় যেতে হয়। এয়ারলাইন্স ভেদে ভিয়েতনাম পৌঁছাতে সময়ের পার্থক্য থাকলেও মোটামুটি ৭ থেকে ১০ ঘণ্টায় পৌঁছে  যাওয়া যায়।

ভ্রমণ খরচ

ঢাকা থেকে  থাই লায়ন বা মালন্দো এয়ারে ভিয়েতনাম যেতে ১জনের জন্য ২২,০০০-৩০,০০০ টাকা খরচ হবে। আর যাওয়া আসা এবং থাকা খাওয়া সহ ৭০,০০০-৮০,০০০ টাকার মধ্যে ২ রাত ৩ দিন থাকতে পারবেন। বিমানের টিকেট আগে কেটে রাখলে ভাড়া তুলনামূলক কম হবে।

 

Vision Tours BD

57/14 (2nd Floor), East Raja Bazar, West Panthapath, Dhaka

01873789712, 01841789712

Discover Holidays Limited

85,Kazi Nazrul Islam Avenue(2nd floor),Farmgate, Dhaka-1215

01611482767, 01977242404

Cosmos holiday

Plaza A.R(4th floor)Beside Sobhanbagh Mosque,Dhanmondi,Dhaka

01708808372,01708808373

Dragon holidaysbd

3rd floor, House 39, Road 126, Islam Mansion, Gulshan 1 Circle (Sonali Bank building), Dhaka 1212, Bangladesh

 01796-232323

Leave a Reply