দ্বীপের দেশ ইন্দোনেশিয়া

Share on Facebook

দক্ষিণ-পূর্ব একটি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া । আবার একে ভূতাত্ত্বিক আশ্চর্যের দেশ বলা হয়।কারণ দেশজুড়ে রয়েছে ছোট বড় প্রায় ১৭,০০০ দ্বীপ।এছারাও  দেশটিতে প্রায় ৪০০ আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে ৭০টি জীবিত এবং বাকিগুলো নিষ্ক্রিয় ।

ইন্দোনেশিয়ার রাজধানী   জাকার্তা এবং অন্যতম একটি পুরাতন শহর। যা শিক্ষা ও শিল্প এর কেন্দ্র হিসেবে পরিচিত। আর  মুসলমানদের  জন্য এটি খুবই পবিত্র শহর। এখানে মসজিদ, জাদুঘর, শপিংমল রয়েছে।আর দেশটির প্রাকৃতিক সৌন্দর্য্য, পরিবেশ, মন্দির, অধিবাসী, তাঁদের সংস্কৃতি ও জীবনপদ্ধতি মানুষকে বিশেষভাবে আকর্ষণ করে।

জুলাই থেকে আগস্টের শুষ্ক মৌসুম ইন্দোনেশিয়ার ভ্রমণের উপযুক্ত সময়। এ সময় ২৫ থেকে ২৭ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা হাল্কা বৃষ্টিপাতের সাথে আরামপ্রদ অনুভূতি দেবে।

ইন্দোনেশিয়ার সবচেয়ে আর্কষনীয় স্থান হচ্ছে বালি।বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ। এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি ভ্রমনপ্রিয় মানুষ যেখানে ভ্রমণ করে থাকে, সেই স্থানটি হলো  বালি।প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপটিতে রয়েছে সমুদ্রসৈকত, পাহাড় এবং পুরনো মন্দির। পর্যটকদের কাছে দ্বীপটি প্রিয় স্থান।

এছাড়াও ইন্দোনেশিয়ায় অসংখ্য দর্শনীয় স্থান;

উবুদ , সুলুবান সৈকত, গিলি দ্বীপ, ইয়োগিয়াকার্তা, কেলিমুতু হৃদ, নুসা পেনিদা,  টোবা হৃদ,

কমোডো ন্যাশনাল পার্ক, পুরা লুহুর উলুওয়াটু,  বাটুর পাহাড় , লোভিনা, নুসা লেমবংগান ইত্যাদি।

কীভাবে যাবেন?

ঢাকা থেকে ইন্দোনেশিয়ার বালিতে যেতে হলে মালয়শিয়া বা সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে যেতে হয়। কুয়ালালামপুরের ট্রানজিট হয়ে বালি পৌছতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে। এয়ার টিকেট মূল্য কত আগে টিকেটটি কাটা হচ্ছে তার উপর নির্ভর করে। কমপক্ষে দুই মাস আগে কিনলে বালির টিকেটের দাম পড়তে পারে ২৫ থেকে ৩৫ হাজার টাকা।

Leave a Reply