ভ্রমণে ছবি তোলার কিছু কৌশল

Share on Facebook

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছবি তোলা বর্তমান সময়ে সর্বাধিক প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিজের ছবি তোলার পাশাপাশি ভ্রমণের জায়গার সৌন্দর্য তুলে রাখার মাঝেও রয়েছে এক অনাবিল আনন্দ। তবে ভ্রমণের ছবি তুলতে গেলে ছবি তোলার উপর বিধি নিষেধগুলোও অবশ্যই মেনে চলতে হবে। ভ্রমণের মত সব স্থানের ছবি তোলার অনুমতি নাও থাকতে পারে। সেটা অবশ্যই ছবি তোলার আগে যেনে নিতে হবে। আবার সব জায়গার লোকজন তাদের ছবি তোলা পছন্দও করে না। এইসব ব্যাপারও মাথায় রাখতে হবে। তাই ভ্রমণের স্থানে সুন্দর ছবি তোলার কিছু টিপস আজ দেয়া হল।

 

 

১। ঐতিহাসিক কোন অবস্থান বা কোন পুরাকীর্তির ছবি তুলতে উজ্জ্বল আলো ব্যবহার করুন। বিষয় বস্তুটিকে সঠিকভাবে অনুভব করার জন্য উজ্জ্বল আলো দরকার। এতে ছবির সৌন্দর্যের পাশাপাশি জায়গাটির অনুভবও ছবিতে ফুটে উঠবে।

 

২। দুপুরের আলো ছবি তোলার জন্য সবচেয়ে বাজে। এতে অনেক ক্ষেত্রে ছবি জ্বলে যাবার সম্ভাবনা থাকে। সাধারণ ছবিগুলো বিকেলে তোলা যেতে পারে। ঝড়,বৃষ্টি বা সূর্যাস্তের সময়ও বেশ দারুণ দারুণ ছবি তোলা যেতে পারে।

 

৩। একটি অবস্থানের ছবি বিভিন্ন ভাবে তোলা যেতে পারে-সোজা, কোনাকুনি, বিভিন্ন আলোতে, ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে তুললে একই জিনিসের মধ্যে অদ্ভুত রকমের ভিন্নতা দেখা যায়। এতে ছবিতে নতুনত্ব আসে।

 

৪। অপরিচিত ও নতুন নতুন বিষয় খুঁজে বের করতে পারেন। আবার অতি সাধারণ জিনিসের মধ্যে থাকতে পারে অসাধারণ বৈচিত্র্যময়তা। তরকারীর খোসা, শস্য বীজের আলোর ঝলক এর মত সাধারণ ঘটনা গুলোও অনেক ক্ষেত্রে ছবিকে অসাধারণ করে তুলতে পারে।

 

৫। আমাদের আসে পাশে অনেক জায়গা আছে যেখানে খুব কোন টুরিস্ট যায় না । সেসব যায়গা ভ্রমণ করেও পেতে পারেন মূল্যবান কিছু ছবি তোলার উপাদান। এসব জায়গায় ছবি তুলার স্বাধীনতাটা থাকে বেশি।

 

৬। রাতের ছবিতে অনেক সময় থাকে বৈচিত্র্যতা। ভ্রমণের ক্ষেত্রে রাতের ছবিতে পাওয়া যায় এক ধরনের নতুনত্ব। তাই রাতের সৌন্দর্য গুলোর ছবিও তুলা যেতে পারে।

Leave a Reply