বিশ্ব ভ্রমণ করুন পায়ে হেঁটে।
Tweet
হেঁটে যাওয়ার জন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রাস্তা হল কেপটাউন (দক্ষিণ আফ্রিকা) থেকে মাগাদান (রাশিয়া)। এই পথ পারি দেওয়ার জন্য কোনো প্লেন বা নৌকার দরকার নেই, নদীর উপরে ব্রিজ আছে।
এই পথের দৈর্ঘ্য প্রায় ২২,৩৮৭ কিলোমিটার
(অর্থাৎ ১৩,৯১১ মাইল) এবং এই রাস্তা ভ্রমণ করতে আপনার প্রায় ৪,৪৯২ ঘন্টা সময় লাগবে।
একটানা ১৮৭ দিন হাঁটলে আপনি এই রাস্তা অতিক্রম করতে পারবেন! অথবা দৈনিক ৮ ঘণ্টা করে হাঁটলে ৫৬১ দিনে এই রাস্তা অতিক্রম করতে পারবেন।
এই পথ চলার সময় আপনি ১৭ টি দেশ এবং বছরের প্রায় সকল ঋতুর মধ্য দিয়ে যাবেন।
আর আপনিও যদি একজন ভ্রমণ প্রেমী হন তাহলে অবশ্যই একবার চেষ্টা করতে পারেন।