একই জিনিস বারবার ঘটেছে আপনার সাথে, যাকে বলে দেজা ভ্যু
Tweet
এরকম কখনো হয়েছে?
১/ কোনো এক জায়গায় গেলেন যেখানে আপনি কখনোই যাননি; কিন্তু কিরকম পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি এখানে আগেও এসেছেন!
২/ আপনার সামনে সদ্য ঘটে যাওয়া কোনো ঘটনা দেখে মনে হচ্ছে আপনি হয়তো আগেই এই ঘটনা সম্পর্কে জানতেন!
৩/ অনেক সময় কোনো ঘটনা ঘটার পর মনে হয় ‘ আরে এটাতো আমি স্বপ্নে দেখেছিলাম! ’
এটাকে বলে Deja Vu । দেজা ভ্যু কথাটি মূলত ফরাসি ভাষা থেকে এসেছে (Déjà vu), যার বাংলা ‘ইতোমধ্যে দেখা’।
কোনও ব্যক্তির ক্ষেত্রে একটি পরিস্থিতি বা দৃশ্য দেখে হঠাৎ করে তা আগে থেকে পরিচিত মনে হওয়ার অনুভূতিই হচ্ছে দেজা ভ্যু।
কেনো এমনটি হয় ? দেজা ভ্যু হওয়ার আসল কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনো একমত হতে পারেন নি। তবে অনেক বিজ্ঞানীদের ধারণা, আমাদের এই দেজা ভুর অনুভূতির জন্য দায়ী হচ্ছে মস্তিস্কের এমন একটি অংশ, যার নাম ‘টেম্পোরাল লোব’ মস্তিস্কের এই অংশটির কোন সার্কিট থেকে যখন কোন স্মৃতির সংকেত দেয়া হয়, যেটা আসলে তখন দেয়ার কথা নয়, তখনই ঘটে দেজা ভু। এটাই আমাদের মধ্যে কোন স্থান বা অভিজ্ঞতা সম্পর্কে বিভ্রম তৈরি করে।