ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা
Tweet
জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স তার 12তম আন্তর্জাতিক গন্তব্য ভারতের রাজধানী দিল্লিতে সরাসরি ফ্লাইট চালু করবে। প্রাথমিকভাবে, ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে চার দিন, প্রতি সোম, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার ফ্লাইট পরিচালনা করা হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই নতুন পরিষেবাটির লক্ষ্য ভ্রমণের জন্য আগ্রহী বাংলাদেশি পর্যটকদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাশা পূরণের পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা চাওয়া যাত্রীদের এবং দিল্লির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পূরণ করা।
দিল্লি ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য ভারতের তৃতীয় সরাসরি রুট হয়ে উঠবে, যেটি বর্তমানে কলকাতা এবং চেন্নাইতে ফ্লাইট পরিচালনা করে। ভবিষ্যতে, বিমান সংস্থাটি ভারতের রাজধানীতে ফ্লাইটের জন্য বোয়িং 737-800 বিমান চালু করার পরিকল্পনা করছে।
এখন পর্যন্ত, ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৯টি বিমান রয়েছে। আগস্টের মধ্যে, বহরটি প্রথমবারের মতো দুটি এয়ারবাস A330-কে স্বাগত জানাবে বলে আশা করা হচ্ছে। এয়ারলাইন্সের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে এই সংযোজন এই বছরের শেষের দিকে ঢাকা থেকে জেদ্দা পর্যন্ত ফ্লাইট চালু করবে।