বেলুনে চড়া যার শখ, বেলুনেই তার মৃত্যু।
Tweet
১৮৯২ সালের মার্চ মাসে এক মার্কিন নারী বেলুনে চড়ে সশরীরে আকাশে ওঠা দেখাতে ঢাকায় আসেন। বড় সাইজের গ্যাস বেলুনে চড়ে আকাশে চরে বেড়ানো সেই সময় ইউরোপ আমেরিকায় শুরু হলেও ভারতীয় উপমহাদেশে সেটা তখনো অনেকটাই অভাবনীয় ছিলো। ঢাকার তখনকার নবাব আহসানউল্লাহ ১০ হাজার টাকা চুক্তিতে ঢাকার আকাশে ওড়ার জন্য একটি দলকে এনে ছিলেন। যার অন্যতম সদস্য ছিলেন পেশাগত জীবনে আকাশচারী ২৪ বছরের মার্কিন তরুণী জ্যানেট ভ্যান তাসেল। জন্মেছিলেন ১৮৬৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। ধারণা করা হয় তখনকার সময়ে তিনি সম্ভাবত একমাত্র নারী যিনি এই পেশায় ছিলেন। তিনি ৩০০ বার বেলুনে চড়ে ছিলেন। যার মধ্যে ৪০ বার প্যারাসুট এর সাহায্যে ঝাঁপ দিয়ে অবতরণ করেন। ঢাকার আকাশে বেলুন থেকে প্যারাসুটের সাহায্যে লাফ দেওয়া ছিল তার ৪১তম ও জীবনে শেষবারের মতো প্যারাসুট ঝাঁপ।
প্যারাসুটের মাধ্যমে উপরে উঠতে সমস্যা হয়নি। বেশ অনেকটাই উপরে উঠেছিলেন। সমস্যা হয়েছিল নিচে নামার সময়ে। বৈরী বাতাসে বেলুন অন্যদিকে যেতে থাকায় জ্যানেট প্যারাসুটে নামতে চেস্টা করেছিলেন। সেই প্যারাসুট এখনকার রমনা পার্কের উঁচু এক গাছের সাথে লেগে তিনি ঝুলতে থাকেন। সেখান থেকে নিরাপদে নামার জন্য দড়িসহ অন্যান্য সরঞ্জাম আনতে বলেন। কিন্তু সেখানে উপস্থিত এক ব্রিটিশ পুলিশ অফিসার তার বদলে তিনটি বাঁশের সাহায্যে তাকে জোর করে নামতে বলেন। খানিকটা নামার পর বাঁশ ভেঙ্গে সেই উঁচু জায়গা থেকে পড়ে মর্মান্তিক ভাবে তিনি মারা যান। তার মরদেহ ঢাকার ওয়ারীর খ্রিস্টান সিমেট্রিতে সমাহিত করা হয়েছিলো।