যেতে পারেন হরিণঘাটা পর্যটন কেন্দ্র

Share on Facebook

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে হরিণঘাটা বনাঞ্চল, সুন্দরবনের অংশ হরিণঘাটা বনাঞ্চল। হরিণ, বানর,পাখির,আর সবুজ পাতার সানাইয়ে সারাক্ষণ মুখর থাকে হরিণঘাটা বনাঞ্চল। এ বনে কোন বাঘ নেই। এখানে বাঘ দেখা না গেলেও হরিণ,সাপ, পাখি, সজারু, শূকর ইত্যাদি দেখা যায়। বানর আর বুনো শূকরের অবাধ বিচরণ, পাখির কলরব আর সবুজ পাতার সানাইয়ে সারাক্ষণ মুখর থাকে হরিণঘাটা বনাঞ্চল। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা-বিষখালী-বলেশ্বর—এ তিন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এর সাথে যোগ হয়েছে নদীর ধারে নতুন ঝাউবন। হরিণঘাটার সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের আনাগোনা থাকে সেখানে। বনভোজন করার জন্য রয়েছে সকল প্রকার সুবাবস্থা।

Image result for হরিণঘাটা পর্যটন কেন্দ্র

কীভাবে যাবেন

সায়েদাবাদ থেকে পাথরঘাটা সরাসরি বাসে যেতে পারেন।এ ছাড়া গাবতলী থেকেও সরাসরি পাথরঘাটার বাস আছে। লঞ্চে আরামদায়ক ভ্রমণ করতে চাইলে বরগুনা/ বরিশালের লঞ্চে উঠতে হবে। বরগুনার লঞ্চে উঠলে কাকচিরা ঘাটে নেমে মটর সাইকেল ভাড়া করে পাথরঘাটা যেতে হবে। পাথরঘাটা থেকে মটর সাইকেল যোগে হরিণঘাটা যেতে ৩০ মিনিট সময় লাগবে মাত্র।

 

কোথায় থাকবেন

হরিণঘাটাতেই থাকার জন্য একটি রিসোর্ট রয়েছে। এছাড়াও বরগুনা শহরে থাকতে পারেন।

Leave a Reply