ঘুরে আসুন আমঝুপি নীলকুঠী

Share on Facebook

নীল চাষ বা নীলকরদের সুবিশাল ইতিহাস সারা মেহেরপুর জুড়ে আছে, ১৮১৫ কিছু আগে বা পরে আমঝুপি গ্রামে এই নীলকুঠী স্থাপিত হয়। বাংলার অভিশপ্ত ইতিহাসের ভয়াল সাক্ষী হয়ে দাড়িয়ে আছে আমঝুপি নীলকুঠী। জানা যায় এই আমঝুপিতেই পলাশীর পরাজয়ের নীলনকশা করা হয়েছিল। কথিত আছে এই নীলকুঠিই ইংরেজ সেনাপতি ক্লাইভ লয়েড ও মীলজাফরের সঙ্গে ষড়যন্ত্রের শেষ বৈঠক এখানেই হয়েছিল।আমঝুপি ষড়যন্ত্রের ফলাফল সিরাজ-উদ- দৌলার পতন, বাঙালিদের পরাধীনতা গ্রহণ।

Image result for আমঝুপি নীলকুঠী

কীভাবে যাবেন

মেহেরপুর জেলা সদর থেকে সড়ক পথে দূরত্ব ৭ কি: মি: । বাস, স্থানীয় যান টেম্পু/লছিমন/করিমন এর সাহায্যে ২৫ মি: সময়ে আমঝুপি নীলকুঠিতে পৌঁছানো যায়।

 

কোথায় থাকবেন

মেহেরপুর সদরে মোটামোটি মানের থাকার হোটেল আছে।

Leave a Reply