ঘুরে আসুন নলডাঙ্গা মন্দির

Share on Facebook

১৮৬৫ সালের বেশ কিছুকাল আগে রাজা ইন্দ্র নারায়ন নলডাঙ্গায় অত্যন্ত সুন্দর এ মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে ৭ টি মন্দির এবং একটি অনাথ আশ্রম আছে, সেগুলো হলো দুর্গা মন্দির, শিব মন্দির, গনেশ মন্দির, নাড়ুগোপাল মন্দির ,লক্ষী মন্দির, বীষ্ণু মন্দির, রামেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির।

বর্গাকারে নির্মিত এ মন্দিরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাইরের দিকে ছিল ৩৯ ফুট ৩ ইঞ্চি মাপের। গর্ভ- মন্দিরের উপরে ১টি এবং চারকোণে ৪টি চূড়া ছিল। প্রতিষ্ঠিত বিগ্রহের নামকরণ করা হয়েছিল “ইন্দ্রেশ্বরী’। পরে এর নাম রাখা হয় “সিদ্ধেশ্বরী’।

Image result for নলডাঙ্গা মন্দির

যেভাবে যাবেন

ঢাকা থেকে সরাসরি বাসে ঝিনাইদহ বাজার। ঝিনাইদহ থেকে সি এন জি বা বাসে নলডাঙ্গা মন্দির।

 

কোথায় থাকবেন

ঝিনাইদহ শহরে অল্প কিছু ভালো হোটেল আছে।

Leave a Reply