ঘুরে আসুন খেলারাম দাতার বাড়ি
Tweet
খেলারামকে নিয়ে এ অঞ্চলে অনেক কাহিনী প্রচলিত আছে। যেমন, খেলারাম দাতা ছিলেন বিখ্যাত ডাকাত সর্দার।কিন্তু সে খুব দানশীল ছিলেন, গরিব-দুঃখীদের সাহায্য করতেন । এই বাড়ি থেকে ইছামতির পার পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ ছিল, এই পথেই ধনসম্পদ বাড়িতে নিয়ে আসত খেলারাম দাতা। বর্তমানে বাড়িটি সংস্করণ করা হয়েছে। আগে বাড়ির ভেতরে প্রবেশ করা যেত, সুরঙ্গ, মন্দির সবকিছু ঘুরে ঘুরে দেখা যেত, কিন্তু বর্তমানে বাড়ি ভেতরে প্রবেশ নিষিদ্ধ বিধায় বাইরে থেকেই এর সৌন্দর্য অবলোকন করে ফিরে আসতে হবে।
কিভাবে যাবেন
গুলিস্থান থেকে বান্দুরা গামী বাসে চেপে কলাকোপা।. কলাকোপা থেকে ছোট্ট একটি সড়ক চলে গেছে বান্দুরার দিকে খেলারাম দাতার বাড়ি।
কোথায় থাকবেন
ঢাকার খুব কাছে হওয়ায় এখানে যেকেউ দিনে গিয়ে দিনে ফিরে আসতে পারবেন।